কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান পেল এনএসইউ

প্রকাশ: জুলাই ২৬, ২০২০

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’-এ প্রথমবারের মতো স্থান লাভ করেছে। 

বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে ৪০১-৪৫০ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিষয়ে ৫৫১-৬০০তম স্থান দখল করেছে এই বিশ্ববিদ্যালয়। এটি বিষয়ভিত্তিক র‌্যাংকিং-এর দশম সংস্করণ। যেখানে ১৩ হাজার ১৩৮টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক মূল্যায়ন ও র‌্যাংকিং করা হয়।

প্রতিটি বিষয়ের ৫১টি মানদণ্ড অনুসারে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা করা হয়। এক্ষেত্রে বিষয়ে চারটি উৎস ব্যবহার করে র‌্যাংকিং সংকলিত হয় যার মধ্যে প্রথম দুটি উৎস হলো একাডেমিক এবং কর্মকর্তার ওপর কিউএসের বিশ্বব্যাপী সমীক্ষা, যা বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। 

বাকি দুটি উৎসের মধ্যে রয়েছে গবেষণাপত্র মান মূল্যায়নএবং গবেষণামূলক উদ্ধৃতি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫