যশোরে নকল সুরক্ষা সামগ্রী তৈরির কারখানা সিলগালা

প্রকাশ: জুলাই ২৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

কারখানার নেই কোনো অনুমোদন, নিয়োগ দেয়া হয়নি স্বীকৃত কেমিস্টও। অক্ষরজ্ঞানহীন শ্রমিক ইচ্ছামতো সব ঝুঁকিপূর্ণ রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার, টাইলস টয়লেট ক্লিনার, ব্যাটারির পানিসহ বিভিন্ন দ্রব্যাদি। কারখানায় ব্যবহূত অ্যাসিডসহ অন্যান্য দাহ্য পদার্থ ফেলে রাখা হয়েছে উঠোনে।

গতকাল দুপুরে যশোর শহরতলির কিসমত নওয়াপাড়ায় এমন অবৈধ কারখানার সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কারখানাটি সিলগালা করাসহ কারখানার মালিক মামুনুর রশীদকে এক বছরের কারাদণ্ড লাখ টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানান, বিএসটিআই অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় হ্যান্ড স্যানিটাইজার, ভিক্সল, টয়লেট ক্লিনার, ব্যাটারির পানি উৎপাদন করা হচ্ছিল। কেমিস্ট ছাড়াই পণ্য উৎপাদন, মোড়কীকরণ, খোলা স্থানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা প্রদান করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫