সংকোচনের শঙ্কা কাটিয়ে সিঙ্গাপুরের রফতানিতে প্রবৃদ্ধি

প্রকাশ: জুলাই ১৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল সংকোচনের। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে গত মাসে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে সিঙ্গাপুরের রফতানি। মূলত ইলেকট্রনিক পণ্য স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণেই উত্তরণ সম্ভব হয়েছে। খবর ব্লুমবার্গ।

গতকাল এক বিবৃতিতে এন্টারপ্রাইজ সিঙ্গাপুর জানিয়েছে, জুনে সিঙ্গাপুরের রফতানি বেড়েছে দশমিক শতাংশ। অথচ সময়ে দশমিক শতাংশ সংকোচনের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। আলোচ্য মাসে -জ্বালানি পণ্যের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৬ দশমিক শতাংশ।

জুনে সিঙ্গাপুরের ইলেকট্রনিক পণ্যের রফতানি ২০১৯ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ২২ দশমিক শতাংশ। সে সময় বৈশ্বিক ইলেকট্রনিকস বাজারে মন্দা থাকায় সিঙ্গাপুরের রফতানিতে ধস নেমেছিল।

নভেল করোনাভাইরাসের কারণে যখন সারা বিশ্বেই বিনিয়োগ পরিবেশে স্থবিরতা নেমে এসেছে, তখন মূল্যবান ধাতুগুলোকে নিরাপদ বিনিয়োগ সম্পদ মনে করা হচ্ছে। ফলে গত মাসে সিঙ্গাপুরের নন-মনিটারি গোল্ডের রফতানি বেড়ে যায় ২৩৮ শতাংশ। গত বছরের জুনে রফতানি রেকর্ড সর্বনিম্নে নেমে গিয়েছিল।

মহামারীর সময়ে ওষুধের চাহিদা বেড়ে গেছে। ফলে অন্য সময় বাজার কিছুটা অস্থিতিশীল থাকলেও গত মাসে সিঙ্গাপুরের ওষুধ রফতানি এক লাফে ৩০ দশমিক শতাংশ বেড়েছে।

সিঙ্গাপুরের অর্থনীতি অনেকটাই রফতানিনির্ভর। ফলে জুনে রফতানি বেড়ে যাওয়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি সংকোচন কিছুটা কম হলেও হতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫