খুলনায় দুগ্রুপে সংঘর্ষ, গুলিতে দুজন নিহত

প্রকাশ: জুলাই ১৬, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা মহানগরীর মশিয়ালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন।

দু’পক্ষের সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ফকির (৪৫) ও গোলাম রসুল (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের বাড়ি খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। 

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষ সংঘর্ষ হয়। এ সময় গুলি বিনিময় হলে কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ফুলতলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দু’জন মারা যায়। বাকি দু’জনসহ আহত আরও ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫