কভিড-১৯

প্রবীণদের নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহের ব্যবস্থা করার নির্দেশ

প্রকাশ: জুলাই ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

প্রবীণ ব্যক্তি অর্থাৎ যাদের বয়স ৫০ বছরের বেশি তাদের কভিড-১৯ পরীক্ষার নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিটি বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা কভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে বেশী এবং বিভিন্ন কারণে তারা কভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না, যার ফলে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন।

চিঠিতে আরো বলা হয়, প্রবীণ ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুন সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫