ওয়ারীতে আরো কঠোর লকডাউনের নির্দেশ মেয়র তাপসের

প্রকাশ: জুলাই ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র বলেছেন, আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করুন। যে বাড়িতে কভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবেন না। ই-কমার্স প্লাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না।

আজ বৃহস্পতিবার  (১৬ জুলাই) দুপুরে নগরভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর শেখ তাপস।

তিনি আরো বলেন, লকডাউন এলাকায় নির্দিষ্ট কিছু ওষুধের দোকান বা ফার্মেসি ছাড়া সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে। 

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন মেয়র।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫