২ বছরের সর্বোচ্চ থেকে তামার দরপতন

প্রকাশ: জুলাই ১৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বাড়তে বাড়তে তামার দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। তবে সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম সর্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে। খবর মেটাল বুলেটিন।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গত এক মাস ধরে তামার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত ১৫ জুন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৬৪৬ ডলারে বিক্রি হয়েছিল। জুনের শেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৩৮ ডলারে উন্নীত হয়।

জুলাইয়ের প্রথম কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ১৬ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছিল। দাম বাড়তে বাড়তে ১৩ জুলাই ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম হাজার ৫৪৫ ডলারে উন্নীত হয়, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে পরদিনই এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসে টনপ্রতি হাজার ৪৮৯ ডলার ৫০ সেন্টে। খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে গতি ফিরতে শুরু করেছে চীনা অর্থনীতিতে। ফলে দেশটিতে তামার চাহিদা ক্রমাগত বাড়ছে। এর প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির আন্তর্জাতিক বাজারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫