১ বছরের সর্বোচ্চে আকরিক লোহার দাম

প্রকাশ: জুলাই ১৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দরপতনের ধাক্কা সামলে ধাতুর বাজারে ঘুরে দাঁড়িয়েছে আকরিক লোহার দাম। বাড়তে বাড়তে ব্যবহারিক ধাতুটির দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে চীনের আকরিক লোহার চাহিদা বৃদ্ধি। খবর মাইনিংডটকম।

চীনের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহা ১১২ ডলার ৪৮ সেন্টে বেচাকেনা হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬২ শতাংশ বেশি। গত এক বছরের মধ্যে এটাই ব্যবহারিক ধাতুটির সর্বোচ্চ দাম। চলতি বছরের শুরুর সময়ের তুলনায় বর্তমানে আকরিক লোহার দাম ২২ শতাংশ বাড়তি রয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে

গতি ফিরতে শুরু করেছে। ফলে দেশটির ইস্পাত কারখানাগুলোয় আকরিক লোহার চাহিদা আগের তুলনায় বেড়েছে। বাড়তি চাহিদা ব্যবহারিক ধাতুটির মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫