করোনা আক্রান্ত পবিপ্রবি ভিসি ও তার স্ত্রীকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

প্রকাশ: জুলাই ১৫, ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসি অধ্যাপক . হারুন অর রশিদ এবং তার স্ত্রী কনিকা মাহফুজকে গতকাল জরুরি ভিত্তিতে পটুয়াখালী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

‘In Aid to Civil Power’-এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিকনির্দেশনায় মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী মেডিকেল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত পবিপ্রবির ভিসি অধ্যাপক . হারুন অর রশিদ এবং তার স্ত্রী কনিকা মাহফুজকে পটুয়াখালী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে।আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫