রিজেন্টের এমডি মাসুদ পারভেজ গ্রেফতার

প্রকাশ: জুলাই ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে মামলার দুই নম্বর আসামি রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করার কথা জানায় র‌্যাব।

র‌্যাব সদর দফতর সূত্রে জানা যায়, মাসুদ পারভেজ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী। কভিড টেস্টের নামে প্রতারণার মামলায় তিনি ২ নম্বর আসামি।

এ নিয়ে রিজেন্টের করোনা পরীক্ষা প্রতারণায় ১০ জনকে গ্রেফতার করলো র‍্যাব। যারা সবাই রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় দায়েরকৃত মামলার এক নম্বর আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ এখনও পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫