পাবনায় পাট ব্যবসায়ীদের পাওনার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশ: জুলাই ১৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

পাবনার ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের পক্ষ থেকে বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ তাদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশসহ পাঠানোর আশ্বাস দেন।

সাঁথিয়া উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র সাহা জানান, পাবনার ৩০ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ীর বিজেএমসির কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা আছে। সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসি নিয়ন্ত্রিত ২৫টি জুট মিল বন্ধের ঘোষণা দিয়েছেন। কিন্তু মিল শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিলেও পাট ব্যবসায়ীদের পাওনা পরিশোধের কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। ফলে পাবনাসহ দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছেন। পাটকল শ্রমিকদের পাশাপাশি তাদের পাওনাগুলো পরিশোধের দাবি জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫