২০১৯-২০ অর্থবছরে ভ্রমণ কর

ভোমরা শুল্কস্টেশনে আদায় হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা

প্রকাশ: জুলাই ১৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা শুল্কস্টেশনে গত ২০১৯-২০ অর্থবছরে ভ্রমণ কর আদায় হয়েছে কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, যা তার আগের ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। করোনা সংকটের কারণে টানা তিন মাসের বেশি সময় পাসপোর্টধারী যাত্রী ভারত গমন করতে না পারায় এবারের ভ্রমণ কর কম আদায় হয়েছে।

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের জুলাইয়ে ৮৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা, আগস্টে ৮৯ লাখ হাজার ৫০০, সেপ্টেম্বরে ৮৬ লাখ ৬৮ হাজার, অক্টোবরে কোটি লাখ ৭০ হাজার, নভেম্বরে ৮৭ হাজার ৪০ হাজার ৫০০, ডিসেম্বরে ৯৭ লাখ ৯৭ হাজার ৫০০, জানুয়ারিতে ৮৬ লাখ ৪৫ হাজার ৫০০, ফেব্রুয়ারিতে ৮৭ লাখ ৯৬ হাজার ৫০০ এবং মার্চে ৫২ লাখ ৭০ হাজার টাকা ভ্রমণ কর আদায় হয়েছে। তবে নভেল করোনাভাইরাসের কারণে গত অর্থবছরের ২৪ মার্চ থেকে জুন পর্যন্ত কোনো ভ্রমণ কর আদায় হয়নি।

এদিকে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় গত অর্থবছর প্রায় ৩০ শতাংশ ভ্রমণ কর কমে গেছে। অর্থবছরে জুলাই-জুন পর্যন্ত ভোমরা বন্দরে ভ্রমণ কর আদায় হয়েছিল ১০ কোটি ২৬ লাখ ৮৮ হাজার টাকা।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম জানান, করোনা সংকটের জন্য গত অর্থবছরের ২৪ মার্চ থেকে ভোমরা বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকায় ভ্রমণ কর আদায় কমে গেছে। তাছাড়া গত ২০ জুন থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হলেও পাসপোর্টধারী কোনো যাত্রী ভারতে গমন করতে পারেনি। ফলে ভ্রমণ কর কমে গেছে।

ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার মো. রেজাউল করিম জানান, তিন মাসের বেশি সময় পাসপোর্ট যাত্রীদের ভারত গমন বন্ধ থাকায় মূলত ভ্রমণ কর আদায় কম হয়েছে। যে কারণে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৩০ শতাংশ ভ্রমণ কর কমে গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫