এ মাসেই নিউজ পোর্টালের নিবন্ধন শুরু: তথ্যমন্ত্রী

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা অনলাইন

চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চেই অনলাইন পত্রিকার নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়। আমরা এরই মধ্যেই গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, যার তার হাতে যেন পত্রিকার ডিক্লারেশন না যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের মালিকানাধীন পত্রিকাটির ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫