নোয়াখালীতে ব্যবসায়ীর গুদামে মিলল ৩০ টন সরকারি গম

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর একটি ব্যক্তিমালিকানাধীন গোডাউনে অভিযান চালিয়ে ৩০ টন সরকারি গম জব্দ করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। 

গতকাল রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে এনএসআই। 

এনএসআই জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গমগুলো লক্ষ্মীপুর থেকে সম্পূর্ণ অবৈধভাবে ক্রয় করেন চৌমুহনীর ব্যবসায়ী হাজী আব্দুল মালেক। পরে সেগুলো নিজস্ব গোডাউনে রাখেন। খবর পেয়ে এনএসআই জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম ফারুকের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার কামাল, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর সহযোগিতায় ওই গোডাউনে অভিযান চালিয়ে গম জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে মো. মাসুমকে আটক করে সরকারি চাল ক্রয়ের অপরাধে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এনএসআই জেলা কার্যালয়ের জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী জানান, জব্দকৃত গম ও আটককৃত ব্যক্তিকে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫