করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয় —খাদ্যমন্ত্রী

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

নভেল করোনাভাইরাসকে ভয় করলে ক্ষয়, না করলে জয়। তাই চিকিৎসকরা ভয়কে জয় করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের যদি ৬০-৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মাস্ক ব্যবহার করে, তাহলে আমাদের করোনা শনাক্তের হার কমে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ তা করে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করার আহ্বান জানাচ্ছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫