যশোরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারের পরীক্ষায় জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান পরীক্ষণ দলের সদস্য . শিরিন নিগার জানান, যশোরের ৩২টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলার সিভিল সার্জন।

সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, জ্বর হওয়ায় তিনি গত শনিবার নিজের নমুনা দিয়েছিলেন। রোববার পাওয়া ফলাফলে জানতে পেরেছেন তিনি পজিটিভ। আপাতত তিনি তার জন্য বরাদ্দ সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫