গাজীপুরে ১৮ শতাংশ বনভূমি উদ্ধার

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

গাজীপুরে বনভূমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। অভিযানে ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ জয়দেবপুর থানা পুলিশ এবং ভাওয়াল রেঞ্জের স্টাফরা উপস্থিত ছিলেন।

বিকেবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিকেবাড়ী এলাকায় বাঁশরী পিকনিক স্পটের মালিক ১৮ শতাংশ বনভূমি দখল করে রেখেছিলেন। দখলদারকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বনভূমি ছেড়ে দিতে কয়েকবার নোটিস প্রদান করা হয়। এতে সাড়া না দিলে বনভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫