দক্ষিণ আফ্রিকায় গির্জায় হামলায় নিহত ৫

প্রকাশ: জুলাই ১৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পশ্চিমাঞ্চলে একটি গির্জায় হামলায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকান পুলিশ জানিয়েছে, হামলাকারীরা অনেককেই জিম্মি করেছিল। পরে তাদের মুক্ত করা হয়। খবর রয়টার্স।

পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইড়ু বলেন, জুরবেকমে ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে হামলার ঘটনায় প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৪০টি আগ্নেয়াস্ত্র। এর আগে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জব্দকৃত অস্ত্রের ছবি পোস্ট করে জানায়, তাদের ঘটনাস্থলে জিম্মি অবস্থা গোলাগুলি সামাল দিতে হয়েছে। চার্চের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগী দুই পক্ষের বিবাদকে হামলার অন্যতম কারণ মনে করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নাইড়ু আরো বলেন, ঘটনাস্থলে সবকিছু ছত্রভঙ্গ অবস্থায় ছিল। ফলে স্বাভাবিকভাবেই আমাদের সেখানে সন্দেহজনক সবাইকে গ্রেফতার করতে হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের সাক্ষাত্কারও নেয়া হচ্ছে। আশা করা হচ্ছে এর মধ্য দিয়ে হামলার প্রকৃত উদ্দেশ্য বের হয়ে আসবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫