স্কুলগামী শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা?

প্রকাশ: জুলাই ১২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে টানা কয়েক মাস ধরে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নেয়ার চেষ্টা করছে। কিন্তু অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সহায়তা করা অভিভাবকরাও এভাবে পড়াশোনা নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন। অনেক অভিভাবক আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে তাদের শিশুরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে। তাদের এখন একটাই চিন্তা, কবে তাদের শিশুরা বিদ্যালয়ে যেতে পারবে।

তবে এখানেও অভিভাবকরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। একদল অভিভাবক বিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে আগ্রহী হলেও অন্য দল তাদের শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুরাও করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেএটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং তারা প্রাপ্তবয়স্কদের মতো অসুস্থ না হলেও কিছু ক্ষেত্রে তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় করোনাভাইরাস জটিলতায় ১৭ বছরের কম বয়সী চারজন শিশু মারা গেছে। এছাড়া সংকটজনিত লক্ষণ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছিল।

বিদ্যালয় খুলে দেয়া হলে কেবল শিশুরাই উদ্বেগের কারণ নয়। বিদ্যালয়গুলোতে বহু শিক্ষক ৫০ বছরের বেশি বয়সী রয়েছেন, যারা সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবেন। ভাইরাসটির লক্ষণহীন সংক্রমণ একটি বড় উদ্বেগ এবং সংক্রমিতরা ভাইরাসটি ঝুঁকিপূর্ণ মানুষদের কাছে পৌঁছে দিতে পারে।

সিএনএনের সিনিয়র মেডিকেল সংবাদদাতা এলিজাবেথ কোহেন বলেন, কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ শিশুদের ওপর কতটা প্রভাব ফেলে তা আমরা সঠিকভাবে জানি না, তবে এটা একটি বড় উদ্বেগ। শিশুরা কভিড-১৯ প্রতিরোধীএমনটা ভাবা আমাদের উচিত নয়।

সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫