চাপ কাটিয়ে উঠছে ইংল্যান্ড

প্রকাশ: জুলাই ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে প্রথম ইনিংসে ১১৪ রানে পিছিয়ে থেকে বেশ চাপে পড়ে যায় ইংলিশরা। যদিও দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে নিজেদের ওপর থেকে চাপ কমিয়ে আনতে পারছে স্বাগতিক দলটি। শনিবার এ প্রতিবেদন লেখার সময় তৃতীয় সেশনে দলটির সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১১ রান, এ সময় লিড ছিল ৯৭ রানের। 

বিনা উইকেটে ১৫ রান নিয়ে শনিবার চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দলীয় ৭২ রানের সময় ররি বার্নসের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। এরপর ডম সিবলে ও জো ডেনলি মিলে ৪১ এবং ডেনলি ও জ্যাক ক্রলে মিলে ৩৮ রান যোগ করে দলীয় সংগ্রহটা সংহত করেন। চা-বিরতি পর্যন্ত বিদায় নেয়া তিনজনের মধ্যে শুধু সিবলেই হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি করেন ঠিক ৫০ রান। এছাড়া বার্নস ৪২ ও ডেনলি ২৯ রান করেন। এরপর হাল ধরেন ক্রলে (৫৯*) ও বেন স্টোকস (২২*)।

সূত্র: বিবিসি 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫