যাদের বেশি দরকার তারাই যেন আগে পায় ভ্যাকসিন: বিল গেটস

প্রকাশ: জুলাই ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আমেরিকান ধনকুবের ও মানবহিতৈষী বিল গেটস আহ্বান জানিয়ে বলেছেন, কভিড-১৯ রোগের ওষুধ ও পরিশেষে ভ্যাকসিন আবিষ্কৃত হলে তা যেন সেই মানুষগুলোই পায় যাদের খুব বেশি প্রয়োজন। ‘সর্বোচ্চ দরদাতা’দের যেন অগ্রাধিকার না দেয়া হয়। তার মতে, বাজার শক্তির ওপর নির্ভরতা মহামারীকে প্রলম্বিত করতে পারে। 

আজ শুক্রবার ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি আয়োজিত কভিড-১৯ বিষয়ক ভার্চুয়াল কনফারেন্সে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস আরো বলেন, ‘যে মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের উপেক্ষা করে যদি সর্বোচ্চ দরদাতা মানুষদের কাছে ওষুধ ও ভ্যাকসিন চলে যায় তবে আমরা দীর্ঘ, অন্যায্য ও প্রাণঘাতী এক মহামারীই দেখতে পাবো। সমতার ভিত্তিতে এসব বণ্টনের জন্য আমাদের ভালো নেতৃত্ব প্রয়োজন, শুধুই বাজারের ওপর নির্ভরতা নয়।’

বিশ্বের অন্তত ১২০টি প্রতিষ্ঠান কভিডের ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কাজ করছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে সফলতার পথে অনেকদূর এগিয়েছেও। কেউ কেউ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে। 

ধারণা করা হচ্ছে, নতুন এই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে ধনী দেশগুলো আগেভাগে এসব লুফে নিতে পারে, আর উন্নয়নশীল ও দরিদ্র্য দেশগুলো ঘরে ফিরবে খালি হাতে। 

ইউরোপিয়ান কমিশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরইমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, জীবন রক্ষাকারী ভ্যাকসিন পাওয়া গেলে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে। এরই মধ্যে ওয়াশিংটনের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ভ্যাকসিন সফলতা এলে তারা আমেরিকার মানুষকেই অগ্রাধিকার দেবেন।

গেটস মনে করিয়ে দেন, দুই দশক আগে এইচআইভি/এইডসের বিরুদ্ধে যখন লড়াই শুরু হয় তখন সব দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং পরিশেষে আফ্রিকাসহ অধিকাংশ দেশ ওষুধ পেয়েছে। যদিও এইচআইভির পরিপূর্ণ ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। 

ওই মডেলটি কভিড-১৯ ওষুধ বণ্টনের ক্ষেত্রে কাজে লাগানোর  পরামর্শ দেন তিনি। তার কথায়, ‘এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াই থেকে শিক্ষা নিয়েই এখন বিশ্বব্যাপী অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন বণ্টন করা যেতে পারে।’

বিশ্বব্যাপী শিশুদের বিভিন্ন রোগের ভ্যাকসিন চাহিদা পূরণের জন্য ২০০০ সালে বিল গেটস ও মেলিন্ডা গেটসের হাত ধরে যাত্রা করে ভ্যাকসিন জোট গ্যাভি। ২০১৬-২০২০ সময়ের কর্মসূচির জন্য গ্যাভিকে ১৫৬ কোটি ডলার দিয়েছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।   

সূত্র: আরব নিউজ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫