সৌদির খোবার টাওয়ারে বোমা হামলা

৮৭৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ ইরানকে

প্রকাশ: জুলাই ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

১৯৯৬ সালে সৌদি আরবের খোবার টাওয়ারে বোমা হামলার ঘটনায় ইরানকে দোষী সাব্যস্ত করে ওই ঘটনায় বেঁচে যাওয়াদের ৮৭৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট। উল্লেখ্য, খোবার টাওয়ার ছিল তখন আমেরিকান বিমানসেনাদের আবাসস্থল। 

কোর্ট বলছে, ইরান সরকারের নির্দেশেই ওই হামলা হয়েছে এবং তারাই হামলার রসদ জুগিয়েছে।

খোবার টাওয়ার ছিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আলখোবারের একটি হাউজিং কমপ্লেক্স, যা দাহরানে সৌদি আরামকোর সদর দপ্তর ও আব্দুলআজিজ বিমান ঘাঁটির কাছাকাছি। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত বিমান হামলা ‘অপারেশন সাউদার্ন ওয়াচ’ নামে পরিচিত। ওই অপারেশনে নিয়োজিত আমেরিকান সৈনিকরা থাকতেন খোবার টাওয়ারে। 

১৯৯৬ সালের ২৫ জুন ভয়াবহ বোমা হামলা করে হাইজিং কমপ্লেক্সের একটি আটতলা দালানের পাশ^বর্তী খোবার টাওয়ার প্রায় গুঁড়িয়ে দেয়া হয়। এ হামলায় আমেরিকান বিমানবাহিনীর ১৯ সেনা ও এক সৌদি নাগরিক নিহত হন, আহত হন ৪৯৮ জন। 

শিকাগোর এক ল ফার্মের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননের হেজবুল্লাহকে দিয়েই এ কাজটি করিয়েছে ইরান সরকার। তারাই হেজবুল্লাকে নির্দেশ ও রসদ সরবরাহ করে। আক্রমণকারীরা ৫ হাজার পাউন্ডের ট্রাক বোমা নিয়ে হামলা চালায়। ওই হামলার যাবতীয় রসদ লেবানন থেকে নেয়া হয়েছে বলে জানানো হয়। 

এই আর্থিক জরিমানার শাস্তিকে অবশ্য পর্যাপ্ত মনে করছেন না সৌদি আরবের রাজনীতি বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পণ্ডিত ড. হামদান আল-শেহরি। আরব নিউজকে তিনি বলেন, ‘সম্প্রতি তারা (ইরান) ‘ভুলক্রমে’ যে বেসমারিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে তাতে জরিমানা করলে মানুষজন স্বাভাবিক হিসেবেই নিতো। কিন্তু ওই সন্ত্রাসী বোমা হামলার জবাব সামরিকভাবেই দেয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘এমন একটি জবাব দেয়া উচিত যা হবে অনুকরণীয় দৃষ্টান্ত, যা ইরানকে ভবিষ্যতে এমন সন্ত্রাসী কর্মকান্ড থেকে থামাবে। মাত্র কয়েক মিলিয়ন ডলার দিয়েই এ ঘটনা থেকে পার পেয়ে যেতে দেয়া যায় না ইরানকে।’

তিনি মনে করেন, ইরান ও তার মিলিশিয়ারা শুধুই এই কাজটি করেননি। তার কথায়, ‘এমন বহু বোমা হামলা ও গুপ্তহত্যার জন্য তারা দায়ী। আমরা জানি, কীভাবে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি তাদের গুপ্তহত্যার শিকার হয়েছে। ওই জঘন্য কাজের শাস্তি তারা এখনো পায়নি।’

ড. হামদান আল-শেহরি মনে করেন, খোবার টাওয়ারে বোমা হামলায় ইরানের সম্পৃক্ততা নিয়ে কোনো সংশয় নেই। তার কথায়, ‘এটা সুসংবাদ যে, আমরা এতদিন যা জেনে এসেছি তাকে নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের কোর্ট এবং অবশেষে ইরানকে এ ঘটনায় দায়ীও করা হলো।’

বোমা হামলায় আহত ১৪ মার্কিন বিমানসেনাই মূলত সহকর্মীদের পক্ষে মামলাটি কোর্টে নিয়েছেন। আসামী করা হয় ইসলামিক রিপাবলিক অব ইরান, ইরানিয়ান রেভল্যুশনারি গার্ড ও ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রনালয়কে। ডিস্ট্রিক্ট জজ বেরিল এ হাওয়েল আসামীদের দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ হিসেবে ৭৪৭ মিলিয়ন ডলার ও শাস্তি হিসেবে আরো ১৩২ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করেন।

সূত্র: আরব নিউজ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫