করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশ: জুলাই ১১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নভেল করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলমাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবুল খায়ের গ্রুপের সহায়তায় এবং সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক . ফারুক আহাম্মদ, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

সময় কভিড-১৯ প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত জেলার ৬০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। এর আগে সার্কিট হাউজে জেলা প্রশাসক সিভিল সার্জনের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন এনবিআর চেয়ারম্যান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫