সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে হংকং

প্রকাশ: জুলাই ১১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

স্থানীয়ভাবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে হংকং। সোমবার থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন শহরটির শিক্ষামন্ত্রী কেভিন ইয়ুং। তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হবে। গত কয়েক দিনে হংকংয়ে অভাবনীয় মাত্রায় সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর এএফপি।

স্থানীয় সময় শুক্রবার অর্থনৈতিক কেন্দ্রে নতুন করে ৩৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যে স্থানীয়ভাবেই আক্রান্ত  হয়েছে ৩২ জন, যা স্বাস্থ্য সংশ্লিষ্টদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া সংক্রমণ বৃদ্ধির বিষয়টি হংকংয়ের জন্য একটি বড় ধাক্কা। কারণ এরই মধ্যে শহরটির জনজীবন স্বাভাবিক হয়ে আসছিল। বার রেস্তোরাঁ খোলার পাশাপাশি শুরু হয়েছিল ব্যবসায়িক কার্যক্রম। কিন্তু নতুন করে সংক্রমণ বৃদ্ধির ফলে অগ্রগতিতে ছেদ পড়ল।

মূলত নভেল করোনাভাইরাসের প্রথম সংক্রমণস্থল চীনের লাগোয়া হলেও হংকং পরিস্থিতি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু গত মঙ্গলবার থেকেই নতুন করে গুচ্ছ সংক্রমণ দেখা দেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫