‘গল্প-ছড়ার চা ঘরের’ চা মাসালা

প্রকাশ: জুলাই ১০, ২০২০

বণিক বার্তা অনলাইন

করোনা মহামারীতে অনেকেই বিভিন্ন রকম মশলা দিয়ে গরম পানি পান করছেন। বিষয়টি মাথায় নিয়ে নতুন ধরনের উদ্যোগ নিয়েছে ‘গল্প-ছড়ার চা ঘর’।

প্রতিষ্ঠানটির উদ্যোক্ত মো. রাহাত সিদ্দিকী বলছেন, তিনি এটি করোনার কোন ওষুধ হিসেবে তৈরি করেননি। তবে এ সময় সবাই মশলা পানি বা মশলা চা পান করছেন। যেহেতু এই চা মসলায় সাতটি মশলার মিশ্রণ আছে। তাই আশা করছি তারা উপকৃত হবেন। বন্ধু ছাড়াও পরিচিত অনেকেই তার এই ‘চা মাসালা’ সেবার সুযোগ পাচ্ছেন। 

মো. রাহাত সিদ্দিকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে পড়াশোনা শেষ করে ব্যাংকিং পেশায় ছিলেন অনেকদিন। সর্বশেষ ঢাকার একটি বেসরকারি ব্যাংকের শাখা প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি চাকরি থেকে সরে এসে উদ্যোগ নেন চা নিয়ে ব্যতিক্রমধর্মী চা ক্যাফে করার। নাম দেন গল্প-ছড়া'র চা ঘর।

রাহাত সিদ্দিকী জানান, তিনি বিভিন্ন জাতের চা নিয়ে কাজ করছেন। আগামী মাসে উদ্বোধন হতে যাচ্ছে তার প্রথম আউটলেট। তার নতুন এই উদ্যোগ চা প্রিয় মানুষের কাছে ভালো লাগলে তিনি চায়ের নতুন স্বাদ মানুষের কাছে পৌঁছে দেবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫