মোহাম্মদ সেলিমের মৃত্যুতে মার্কেন্টাইল ব্যাংকের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশ: জুলাই ১০, ২০২০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের মৃত্যুতে ব্যাংকের আয়োজনে গতকাল এক স্মরণসভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে আলোকপাত করেন। এছাড়া ব্যাংকের অন্য পরিচালক উদ্যোক্তারা মোহাম্মদ সেলিমের স্মরণে বক্তব্য প্রদান করেন।

স্মরণসভায় যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান  আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান . মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন চৌধুরী, পরিচালক মো. আব্দুল হান্নান, এম আমানউল্লাহ, আলহাজ মোশাররফ হোসেন, এমএ খান বেলাল . মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা, ব্যাংকের উদ্যোক্তা শহিদুল আহ্সান, এএসএম ফিরোজ আলম, মো. শাহাবুদ্দিন আলম, নারগিস আনোয়ার, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, বিলকিস বেগম, মরহুম মোহাম্মদ সেলিমের পরিবারবর্গ, এমডি সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, এএমডি মতিউল হাসান, ডিএমডি, নির্বাহী শাখা ব্যবস্থাপকরা।

উল্লেখ্য, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম গত ২৬ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫