বান্দরবানে ৬ জনকে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: জুলাই ১০, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বান্দরবান

বান্দরবানের রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় জনসংহতি সমিতি-এমএন লারমা (সংস্কার) দলের ছয় নেতাকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মারমা বাদী হয়ে করা মামলায় আরো ১০ জন অজ্ঞাত দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম।

তিনি জানান, মামলার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারব বলে জানান তিনি।

এদিকে গত মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে একজন

বান্দরবান পাঁচজন ছিলেন খাগড়াছড়ির জেলার বাসিন্দা। এর মধ্যে গত বুধবার

সন্ধ্যায় নিহত রতন তঞ্চঙ্গ্যার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া রাঙ্গামাটি থেকে আসা দুই ব্যক্তি সংস্কার দলের নেতা মামলার বাদী উবামংয়ের কাছে ঘটনায় নিহত খাগড়াছড়ির পাঁচ বাসিন্দার মরদেহ হস্তান্তর করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫