আমজাদ খান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী

প্রকাশ: জুলাই ০৮, ২০২০

দেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। উপলক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কারখানা স্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা করেন। গ্রুপে বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় লাখ ১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। বিশ্বের ১৪৩টি দেশে নিয়মিত রফতানি হচ্ছে প্রাণ-আরএফএলের পণ্য।

২০১৫ সালের জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫