করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

প্রকাশ: জুলাই ০৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে। ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে গতকাল বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। ওই সময় তার দেহে কোনো উপসর্গ ছিল না। ওই সময় তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। ১৪ জুন তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫