চাকরি হারিয়ে রিকশা চালানো পুনমকে নিয়োগ দিল স্বপ্ন

প্রকাশ: জুলাই ০৭, ২০২০

সড়ক দুর্ঘটনা এবং এর জের ধরে চাকরি হারানো এক সময়ের মিউজিশিয়ান বগুড়ার ছেলে এহসানুর রশীদ পুনমকে চাকরি দিয়েছে স্বপ্ন একটি গার্মেন্টসের অ্যাডমিন বিভাগের কর্মকর্তা ছিলেন তিনি একদিন অফিস শেষ করে বের হয়েছেন বাসার উদ্দেশে একটি প্রাইভেট কার এসে ধাক্কা দেন তাকে বেঁচে যান সেই যাত্রায় তবে দুর্ঘটনা পুনমের সব কেড়ে নেয় সম্বল, সঞ্চয় যা কিছু ছিল, সবই যায় সুস্থ হওয়ার পেছনে পুনম সুস্থ হয়ে উঠলেন কিন্তু তত দিনে চলে গেছে চাকরি শেষ হয়ে গেছে নিজের সব সম্বল এরপর এল মহামারী করোনাভাইরাস তাই নতুন চাকরিও জোটেনি তখন পর্যন্ত পুনমের ভাগ্যে তাই বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন পুনম

দুর্ঘটনা-পরবর্তী করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে রিকশা চালানোর খবর চোখে পড়ে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের

এরপর স্বপ্নের পক্ষ থেকে যোগাযোগ করার পর স্বপ্ন কার্যালয়ে সম্প্রতি এক বিকালে হাজির হন পুনম স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং অপারেশনস ডিরেক্টর আবু নাছের অনলাইনে এহসানুর রশীদ পুনমের সঙ্গে কথা বলার পর মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড আর ম্যানেজার কামরুজ্জামান মিলু সেদিনই তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন কোম্পানির ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার পদে চাকরি পান পুনম

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, অনলাইনে ভিডিও প্রতিবেদন দেখেই মনে হচ্ছিল, তার জন্য কিছু করতে পারলে ভালো লাগত সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষটির জন্য কিছু একটা করার চেষ্টা করলাম আমরা তার জন্য এটুকু করতে পেরে বেশ ভালো লাগছে

স্বপ্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর পুনম বলেন, এমন দুঃসময়ে চাকরি পাব, এটা ভাবতেও পারিনি আমাকে যে সম্মান আজ স্বপ্ন দিল, সেটা সততার সঙ্গে রক্ষা করতে চাই আমি নতুন পদে নতুন চাকরিটা ভালোভাবে করতে চাই যে সম্মানটা তারা দিলেন, সেটা রক্ষা করার দায়িত্ব এখন আমার বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫