করোনা জয়ের প্রত্যয়

গারো শিল্পীরা গাইলেন ‘আমরা করবো জয়’

প্রকাশ: জুলাই ০৭, ২০২০

ফিচার প্রতিবেদক

যে কয়েকটি নৃ-জনগোষ্ঠী বাংলাদেশ ভারত উভয় দেশে বসবাস করছে, তাদের মধ্যে গারো সম্প্রদায় একটি সারা দুনিয়া এখন করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত এর মাঝেই মানুষকে লড়াইয়ের প্রেরণা দিতে গারো শিল্পীরা নতুন করে গেয়েছেন সেই বিখ্যাত আমরা করবো জয় গানটি তারা দুনিয়াব্যাপী মানুষের সংগ্রামে জড়িয়ে থাকা গানটির মাধ্যমে যেন সবাইকে বলতে চাইছেন, একদিন এই করোনাও জয় করব আমরা, দুনিয়া আবার স্বাভাবিক হবে

শনিবার এনডি চিক মাল্টিমিডিয়া তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে গানটিতে বাংলা, হিন্দি, ইংরেজি গারোদের নিজস্ব ভাষা ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ভারতের গারো সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেছেন দুই দেশের গারো সম্প্রদায়ের যৌথ অংশগ্রহণকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন গানটির আয়োজকরা গান আয়োজনের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি মহামারীতে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন

গানটির ভিডিও চিত্রায়নেও করোনা নিয়ে সচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে আর গানটি শেষ করা হয়েছে পৃথিবীতে শান্তি বিরাজ করুক বার্তার মাধ্যমে পাশাপাশি লকডাউনে মানুষ বন্দি হয়ে আছে, সেই বন্দিত্বও একদিন জয় হবে এমনই প্রত্যয় গানে তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা নিটুল দিবরার আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের নাথোনেল রিচিল, টগর ড্রং, পিংকি চিরান, দিবা চিচাম, আরিত্রি ঘাগরা ডোনাল্ড হাউয়ি এবং ভারতের মেঘালয়ের জিম্বার্থ মারাক, রনি সাংগমা, লক্ষ্মী মারাক, মনিকা মমিন, প্রিমালিন সাংগমা, অলিভিয়া মমিন, ব্যাসলিন মারাক, জোয়াস সাংগমা চুকাম মমিন

অরণ্য থেকে সমতলে স্লোগান নিয়ে বাংলাদেশের বিভিন্ন নৃ-জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করে এনডি চিক মাল্টিমিডিয়া বাংলাদেশের সব নৃগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা, শিল্পকে একই মঞ্চে প্রকাশ করার প্রচেষ্টা চালাচ্ছে এনডি চিক



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫