এমপি পাপুলের ব্যাপারে তদন্ত চলছে —সিআইডি

প্রকাশ: জুলাই ০৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক

মানব পাচারের দায়ে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুলের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান তিনি আশা করেন, শিগগিরই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে পারবে পুলিশ

সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, পাপুলের মানব পাচারের বিষয়ে তদন্ত চলছে পাশাপাশি মানব পাচারের মাধ্যমে তিনি অর্থ পাচার করেছেন কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে সাক্ষ্য-প্রমাণসহ আমরা বলব, ধৈর্য ধরুন

সিআইডি প্রধান বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে, যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি এসব মামলায় পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সিআইডি ৩৬ জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে একটি এজেন্সির একজন পিয়নও রয়েছেন সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে

তিনি বলেন, লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় তিনজন মূল হোতাকে শনাক্ত করা হয়েছে তাদের ধনসম্পদেরও খোঁজ নেয়া হচ্ছে শিগগিরই তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি সিআইডি মানব পাচারের অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মানব পাচারে জড়িত তালিকা আপডেট করা হচ্ছে এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫