জুনে তুরস্কের মূল্যস্ফীতি বেড়েছে

প্রকাশ: জুলাই ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

গত জুনে তুরস্কের ভোক্তামূল্য পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় বেড়েছে শুক্রবার এক ঘোষণায় তুরস্কের পরিসংখ্যান বিভাগ জানায় তার্কিশ স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (তুর্কস্ট্যাট) জানায়, গত জুনে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি হার ছিল ১২ দশমিক ৬২ শতাংশ, যা মে মাসের ১১ দশমিক ৩৯ শতাংশ থেকে বেশি খবর আনাদোলু

খাতওয়ারি গত জুনে যোগাযোগ খাতে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল দশমিক ৮৪ শতাংশ অন্যদিকে অ্যালকোহলজাত পানীয় তামাকে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ২২ দশমিক ৪১ শতাংশ

গত মঙ্গলবার ১৬ জন অর্থনীতিবিদের নেতৃত্বে আনাদোলু এজেন্সি কর্তৃক পরিচালিত এক জরিপে ১২ দশমিক ১৪ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছিল একই সঙ্গে অর্থনীতিবিদরা ভোক্তামূল্য সূচকে (সিপিআই) মাসিক শূন্য দশমিক ৭০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন তবে তুর্কস্ট্যাটের উপাত্তে দেখা গেছে, গত মাসে সিপিআই মাসওয়ারি বেড়েছে দশমিক ১৩ শতাংশ

গত সেপ্টেম্বরে সরকারের নতুন অর্থনৈতিক কর্মসূচির আওতায় ২০২০ সালের জন্য দশমিক শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল তুরস্ক সরকার কিন্তু চলতি বছরের শুরু থেকে নভেল করোনাভাইরাস মহামারীর হানায় বিশ্বের অন্য সব দেশের মতো তুরস্কের অর্থনীতিতেও বিপর্যয় নেমে এসেছে

তুরস্কের পরিসংখ্যান বিভাগ আগামী জুলাই তাদের পরবর্তী মূল্যস্ফীতি পূর্বাভাস প্রকাশ করবে   


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫