চীনা অ্যাপ স্টোর

সাড়ে চার হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল

প্রকাশ: জুলাই ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের চীনা অ্যাপ স্টোর থেকে সাড়ে চার হাজারের বেশি গেমিং অ্যাপ সরিয়েছে চীনা অ্যাপ স্টোর থেকে একযোগে এটিই সর্বোচ্চসংখ্যক অ্যাপ সরানোর ঘটনা বলা হচ্ছে, চীন সরকারের নতুন ইন্টারনেট নীতিমালা নিয়ে চাপের মুখে গেমিং অ্যাপগুলো সরিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস

প্রতিবেদন অনুযায়ী, চীনের নতুন ইন্টারনেট নীতিমালা অনুযায়ী চীনা অ্যাপ স্টোরে অ্যাপ আপলোডের ক্ষেত্রে দেশটির নীতিনির্ধারকদের অনুমোদন নিতে হবে ডেভেলপারদের

বিষয়ে অ্যাপইনচায়নার বিপণন ব্যবস্থাপক টড কুনস বলেন, চীনে জুলাই থেকে নতুন ইন্টারনেট নীতিমালার প্রয়োগ শুরু হওয়ার পর অ্যাপ স্টোর থেকে অনেক গেমিং অ্যাপ সরিয়েছে অ্যাপল চলতি বছর মাত্র দেড় হাজার গেমিং অ্যাপের লাইসেন্স দিয়েছে চীন দেশটিতে যথাযথ প্রক্রিয়ায় অ্যাপ আপলোডের ক্ষেত্রে এক বছর সময় লাগে যে কারণে এরই মধ্যে সরিয়ে ফেলা বেশির ভাগ অ্যাপ অ্যাপ স্টোরে ফেরত আসতে বেশ সময় লাগবে বলে মনে করা হচ্ছে

বলা হচ্ছে, চলতি মাসের প্রথম তিন দিনে অ্যাপ স্টোর থেকে যথাক্রমে হাজার ৫৭১, হাজার ৮০৫ হাজার ২৭৬টি অ্যাপ সরিয়েছে অ্যাপল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫