ওয়ান ব্যাংক চেয়ারম্যানের পদ শূন্য

প্রকাশ: জুলাই ০৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হওয়ায় শূন্য হয়েছে ওয়ান ব্যাংকের চেয়ারম্যান পদটি। সম্প্রতি ব্যাংকটির শীর্ষ নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আইন অনুযায়ী, কোন ঋণ খেলাপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারেন না। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ওয়ান ব্যাংকের চেয়ারম্যানের পদে ছিলেন। স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় আইন অনুযায়ী তিনি ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যানের পদে থাকতে পারেন না বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে। 

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ চিঠি পাওয়ার দিন থেকে আদেশ কার্যকর হওয়ার কথা। সে হিসেবে এরই মধ্যে ব্যাংকটির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫