সীমান্ত উত্তেজনায় লাল সিং চাড্ডার শুটিং স্থগিত

প্রকাশ: জুলাই ০৬, ২০২০

বণিক বার্তা অনলাইন

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সীমান্ত নিয়ে চলছে চীন-ভারত উত্তেজনা। গত ১৫ রক্তক্ষয়ী সংঘর্ষের পর টানটান উত্তেজান চলছিল ওই এলাকায়। এখন অবশ্য দুই দেশই সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কিন্তু এরপরও ঝুঁকি নিতে চাচ্ছেন না বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’-র লাদাখ অংশের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমির।

‘লাল সিং চাড্ডা’ প্রযোজনা করছেন আমির এবং তার স্ত্রী কিরণ রাও। মহামারীর কারণে শুটিং পিছিয়ে দিতে হয়েছে। এতে বড় অংকের ক্ষতি হয়েছে তাদের। লাদাখে ছবির একটি গুরুত্বপূর্ণ ও বড় অংশের শুট হওয়ার কথা ছিল। সেটিও স্থগিত করা হলো। তবে লাদাখের বদলে ছবির শুটিং শিডিউল পরিবর্তনে কার্গিলে হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ সিনেমা থেকে অনুপ্রাণিত লাল সিং চাড্ডা। এ বছরের বড়দিনেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মহামারী, সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে সেটি আর সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া ডটকম


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫