ঘুষ গ্রহণের অভিযোগে আক্কেলপুর থানার ওসি প্রত্যাহার

প্রকাশ: জুলাই ০৬, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

ঘুষ, দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার রাতে থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ওসির বিরুদ্ধে অনিয়ম ঘুষ গ্রহণের অভিযোগ এনে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত শনিবার রাতে ওসি ওবায়েদকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মালিককে ওসির (চলতি) দায়িত্ব দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫