পুঁজিবাজারে লেনদেন হবে পারপিচুয়াল বন্ডের

প্রকাশ: জুলাই ০৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে ব্যাংকের ইস্যু করা পারপিচুয়াল বা মেয়াদবিহীন বন্ড পুঁজিবাজারের মূল প্লাটফর্মে তালিকাভুক্ত হবে। তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসেবে এগুলো পুঁজিবাজারে লেনদেনযোগ্য হবে। এজন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৩১তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের সভায় ওয়ান ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) প্রত্যেককে ৪০০ কোটি টাকার পারপিচুয়াল বা মেয়াদহীন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, রূপান্তর অযোগ্য ফ্লোটিং রেট। বন্ড দুটির কুপন হার ১১ থেকে ১৪ শতাংশ। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা যাবে। বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ওয়ান ব্যাংক এমটিবি তাদের অতিরিক্ত টায়ার ওয়ান মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ড দুটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ওয়ান ব্যাংকের পারপিচুয়াল বন্ডের ট্রাস্টি ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড আর লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এমটিবির পারপিচুয়াল বন্ডের ট্রাস্টি ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড আর লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এমটিবি ক্যাপিটাল লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫