মাস্ক পরতে উৎসাহী করবে ফেসবুক ইনস্টাগ্রাম

প্রকাশ: জুলাই ০৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের অনেক দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। ভয়াবহ পরিস্থিতিতে বাইরে গেলে মাস্ক পরা উচিত। কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। এবার তাই ফেসবুক কর্তৃপক্ষ মানুষকে মাস্ক পরার বিষয়ে পরামর্শ দেয়ার উদ্যোগ নিয়েছে। খবর সিএনবিসি।

বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল প্লাটফর্মের পাশাপাশি ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা ফিডের ওপরে একটি সতর্কবার্তা দেখতে পাবেন। যেখানে মাস্ক পরায় উৎসাহ দেয়া হবে এবং ব্যবহারকারীকে বাড়তি তথ্য দিতে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সাইটে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। করোনার বিস্তার ঠেকানোর প্রচেষ্টা হিসেবে ফেসবুকের এটি সাম্প্রতিক উদ্যোগ। এর আগে গত জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেল করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করার পর ফেসবুক সম্পর্কিত ভুয়া তথ্য মুছে ফেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। নভেল করোনাভাইরাস সম্পর্কিত কোনো ক্ষতিকর পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার বিষয়ে গত এপ্রিল থেকে সতর্ক করছে ফেসবুক কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫