লকডাউনে থাকা ওয়ারীতে জরুরি পণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব

প্রকাশ: জুলাই ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে গতকাল শুরু হয়েছে ২১ দিনের লকডাউন সময় জরুরি চিকিৎসা ছাড়া বাসা থেকে বের হতে পারবেন না ওয়ারীর বাসিন্দারা লকডাউনে ওয়ারীবাসীর পাশে দাঁড়িয়েছে -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (-ক্যাব) সংগঠনটি ওয়ারীর বাসিন্দাদের ন্যায্যমূল্যে ওষুধসহ জরুরি নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে

এর আগে পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউনেও একই সেবা দিয়েছে সংগঠনটি ঢাকা শহরে লকডাউন এলাকায় সেবা দেয়ার জন্য সক্ষমতা এবং বিগত দিনের সেবার ওপর বিশ্লেষণ করে এটুআইয়ের তত্ত্ববধানে -ক্যাবের সদস্য মোট ৭০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা দিচ্ছে

-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার জানান, আমরা দুই সিটি করপোরেশনের মেয়রকে নিশ্চয়তা দিয়েছি যে, আমরা বিধি মেনে ন্যায্যমূল্যে ঘরে থাকা মানুষের কাছে নিত্যপণ্য পৌঁছে দেব আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো করোনা সংক্রমণের শুরু থেকে কাজটি দক্ষতার সঙ্গে করে আসছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫