কুবির নতুন ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান

প্রকাশ: জুলাই ০৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কুবি

তিন বছরের অধিক সময় শূন্য থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগের অধ্যাপক . মো. আসাদুজ্জামান। মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ধারা ১২ () অনুসারে . মো. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে।

নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক . মো. আসাদুজ্জামান জানান, তিনি আজ রোববার অথবা আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫