বিক্ষোভ করায় মালদ্বীপে ১৯ বাংলাদেশী গ্রেফতার

প্রকাশ: জুলাই ০৪, ২০২০

বণিক বার্তা অনলাইন

মালদ্বীপের প্রশাসনিক এলাকায় পারিশ্রমিক ইস্যুতে বিক্ষোভ করায় ১৯ বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মালদ্বীপের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিএসএম বিষয় নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে,  গ্রেফতার শ্রমিকদের হেফাজতে নিয়েছে মালদ্বীপ পুলিশ সার্ভিস (এমপিএস)। তারা তদন্ত করারও ঘোষণা দিয়েছে।

বাংলাদেশী শ্রমিকেরা একটি রিসোর্টে কাজ করছিলেন। সেখানে আরও বিদেশী শ্রমিক রয়েছেন।

জানা গেছে, কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২ জুলাই বিক্ষুব্ধ শ্রমিকেরা মালদ্বীপের ১৫ নাগরিককে আটকে রাখে। বিষয়টি নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কয়েকজন কর্মকর্তা ওই এলাকায় প্রবেশের চেষ্টা করলে প্রবাসী শ্রমিকদের বাধার মুখে পড়েন।

মালদ্বীপ পুলিশ সার্ভিসের দাবি, কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে। কয়েক জনের আঙুল ভেঙেছে। তারা সবাই বা অ্যাটল হেলথ সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

গত বৃহস্পতিবার থেকে নির্মাণাধীন রিসোর্টে উত্তেজনা বাড়তে থাকে। মালদ্বীপের ওই ১৫ নাগরিক পাওনা পরিশোধ না করে বেরিয়ে আসতে চাইলে প্রায় ২০০ প্রবাসী শ্রমিক তাদের বাধা দেন। পরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে ‘রিসোর্টের ক্ষয়ক্ষতির দায়ে’ এবং ‘বিক্ষোভে জড়িত থাকার’ অভিযোগে ১৯ জনকে তারা গ্রেফতার করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫