বিশেষ ফ্লাইটে কায়রো থেকে ফিরলেন আটকা পড়া ৪১ বাংলাদেশী

প্রকাশ: জুলাই ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

বিশেষ ফ্লাইটে মিশরের কায়রো থেকে ফিরে আসলেন ৪১ জন বাংলাদেশী। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে তারা মিশরে আটকা পড়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, মিশরের কায়রোতে আটকা পড়া ৪১ বাংলাদেশিকে নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আজ শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কায়রো থেকে ফেরা এসব বাংলাদেশীর প্রত্যেকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫