বাগেরহাটে ১৫ কেজি হরিণের মাংসসহ নৌকা আটক

প্রকাশ: জুলাই ০৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় হরিণের মাংস ও নৌকা আটক করেছে বনভিবাগ। শনিবার সকালে পূর্ব সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা ও একটি নৌকা আটক করে বনরক্ষীরা।

সুন্দরবন পুর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের করমজল ফাঁড়ি ও চিলা বিশেষ টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সকালে সুন্দরবন থেকে একটি মাছধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে বনরক্ষীরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা তিনজন দৌড়ে পালিয়ে যান। এসময় নৌকাটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা, চারটি পা পাওয়ায় যায়।

ধারণা করা হচ্ছে শিকারিরা বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফিরছিলেন। এঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫