ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: জুলাই ০৪, ২০২০

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) সম্প্রতি দুই দিনব্যাপী এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে অনলাইনে কীভাবে কার্যকর ক্লাস, পরীক্ষা মূল্যায়ন করা যায়, তার ওপরই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়

কর্মশালায় প্রশিক্ষকরা চলমান করোনা সংকটকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস, পরীক্ষায় যথাযথভাবে মনোযোগ ধরে রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন একই সঙ্গে বিভিন্ন অনলাইন অ্যাপস, যেমন গুগল ক্লাস রুম, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, হোয়াইট বোর্ড ইত্যাদি কার্যকরভাবে ব্যবহার করে ক্লাস পরীক্ষা সম্পন্ন করার পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করেন তারা প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন সিআরটির চেয়ারপারসন . রফিকুল হুদা চৌধুরী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . এমএম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক . জিয়াউল হক মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগগুলোর চেয়ারপারসন, শিক্ষক বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে আসা খণ্ডকালীন শিক্ষকরা অংশগ্রহণ করেন বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫