খুলছে ব্রিটিশ পাব

জনগণকে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: জুলাই ০৪, ২০২০

বণিক বার্তা ডেস্ক

লকডাউনের তিন মাসেরও বেশি সময় পর স্থানীয় সময় শনিবার (আজ) থেকে খুলতে যাচ্ছে যুক্তরাজ্যের পাবগুলো তবে পাবে যাওয়ার ক্ষেত্রে ব্রিটিশ জনগণকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন একই সঙ্গে তিনি নিজেও একবার পাবে ঘুরে আসবেন বলে জানিয়েছেন খবর এএফপি

জনসন বলেছেন, আরোপিত বিধিনিষেধ তুলে দেয়ার উদ্দেশ্য হলো, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তাদের কর্মচারীদের জীবিকায় সহায়তা করা কারণ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারীকৃত লকডাউনের কারণে ব্যবসায়ীরা এরই মধ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন একই সঙ্গে চাকরি হারিয়েছেন বহু কর্মচারী এখন ফের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চালুর উদ্দেশ্যে সেগুলোকে গ্রাহকদের জন্য নিরাপদ করা হয়েছে

তবে বরিস জনসনের মতে, এসব ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য, এর ওপর নির্ভরশীল ব্যক্তিদের জীবিকা পরিশেষে পুরো দেশের আর্থিক সুস্বাস্থ্য নির্ভর করছে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণের ওপর

এক বিবৃতিতে বরিস জনসন বলেন, আমরা যেন এসব ব্যবসায়ীকে ব্যর্থ করে না দিই কারণ এখনো আমরা করোনা থেকে পুরো বিপদমুক্ত হতে পারিনি বিশেষ করে লেইচেস্টারে সংক্রমণ বৃদ্ধির ঘটনা সেদিকেই অঙ্গুলি নির্দেশ করছে নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে চলতি সপ্তাহে স্থানীয় বিদ্যালয় দোকান বন্ধ করে দেয়া হয়েছে একই সঙ্গে জুলাই পুনরায় ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তেও বিলম্ব ঘটাচ্ছে এর মানে হলো, ভাইরাসটি এখনো আমাদের মধ্যেই আছে এখন কোনোভাবে ফের যদি সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সরকার পুনরায় বিধিনিষেধ আরোপে সংকোচ করবে না অবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিক্রমায় ব্রিটিশ জনগণকে ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে দায়িত্বশীল আচরণ করতে হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫