পদত্যাগ করেছে ফ্রান্সের মন্ত্রিপরিষদ

প্রকাশ: জুলাই ০৩, ২০২০

বণিক বার্তা অনলাইন

সরকারে দায়িত্ব পুনর্বণ্টন ও পুনর্বিন্যাসের আলোচনার মধ্যে পুরো মন্ত্রিপরিষদ পদত্যাগ করল। আজ শুক্রবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপসহ তার পুরো মন্ত্রিসভা পদত্যাগপত্র দিলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গ্রহণ করেছেন।

এলিসি প্রাসাদ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভার পদত্যাগের কথা জানানো হলেও কোনো কারণ উল্লেখ করা হয়নি।

অবশ্য প্রেসিডেন্ট মাখোঁ তার মেয়াদের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতির পর মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল।

বিবৃতিতে প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। নতুন প্রধানমন্ত্রীর নামও শিগগিরই ঘোষণা করা হবে।

২০২২ সালে শেষ হচ্ছে মাখোঁ সরকারের মেয়াদ। আর কভিড-১৯ পরবর্তী ফ্রান্সকে নেতৃত্ব দিতে তার নতুন ম্যান্ডেট নিয়ে আসাটা অনিবায হয়ে পড়েছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া গত সপ্তাহে ফ্রান্সের পৌর নির্বাচনে গ্রিন পার্টির শক্তিশালী অবস্থান মাখোঁকে বেশ চাপেই ফেলেছে।

সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫