এআইইউবিতে ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ: জুলাই ০৩, ২০২০

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে মাইক্রোসফট টিমস প্লাটফর্মে সম্প্রতি সামার ২০১৯-২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশনটি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে চারটি সমান্তরাল অনলাইন সেশনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কভিড-১৯-এর ক্রান্তিকালীন সংকটের মধ্যে ছাত্রছাত্রীদের আগামী দিনে তাদের ভার্চুয়াল ক্লাসের জন্য অনলাইন প্লাটফর্মটি সফলভাবে ব্যবহারের প্রক্রিয়াসহ বিশ্ববিদ্যালয়ের নীতি নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়

এআইইউবির ভাইস চ্যান্সেলর . কারমেন জেড লামাগনা নবীন শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের বিভিন্ন সেশনে একের পর এক যোগ দেন এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিবাদন জানান তিনি এআইইউবিতে তাদের স্বাগত জানান এবং তাদের আন্তরিক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীরা সেশনের শেষের দিকে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন বিজ্ঞপ্তি  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫