পাবনায় তিনটি মেছো বাঘের ছানা উদ্ধার

প্রকাশ: জুলাই ০৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

পাবনার আটঘরিয়া উপজেলায় তিনটি মেছো বাঘের ছানা উদ্ধার করা হয়েছে গত বুধবার বিকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর হাড়লপাড়া থেকে ছানাগুলো উদ্ধার করা হয় রাতেই ছানাগুলো উদ্ধার করে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়

স্থানীয় বাসিন্দা বন বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে আটঘরিয়া উপজেলার হাড়লপাড়া গ্রামে নেপিয়ার ঘাসের জমিতে মেছো বাঘের ছানাদের পড়ে থাকতে দেখেন মৃত মফিজ উদ্দিন খানের ছেলে জাফর ইকবাল তারপর তিনি স্থানীয় সংগঠন বন বিভাগের নম্বরে ফোন করলে ঘটনাটি জানাজানি হয় খবর পেয়ে জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বন কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে ছানা তিনটি উদ্ধার করেন

পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়েই দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাগুলো উদ্ধার করি তিনি বলেন, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে বাচ্চাগুলো জন্ম নিয়েছে বাচ্চাগুলো খুব ছোট হওয়ায় আমরা ফিডারে করে দুধ পান করিয়েছি রাজশাহী অফিসের বন্যপ্রাণী বিভাগের পরিচর্যা কেন্দ্রে রাখার জন্য তাদের সঙ্গে কথা বলে গাড়িতে করে পাঠিয়ে দেয়া হয়েছে

পাবনার প্রকৃতি বন্যপ্রাণী বিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির (এনডব্লিউসিসি) সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ডি জানান, স্থানীয়দের ফোনে ঘটনাস্থলে পৌঁছে ছানাগুলো দেখে আমরা নিশ্চিত হয়েছি বাচ্চাগুলো মেছো বাঘের এলাকাভেদে এরা বাঘরোল বা মেছো বিড়াল নামেও পরিচিত তিনি বলেন, মাঝারি আকারের বিড়াল গোত্রীয় স্তন্যপায়ী বন্যপ্রাণী এরা তিনি আরো বলেন, কয়েক দশক আগেই বাঘরোলের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫