পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

প্রকাশ: জুলাই ০২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা আক্রান্ত। সংসদে নিয়মিত টেস্ট করানো হলে তিনি করোনা পজেটিভ রিপোর্ট পান। আজ বৃহস্পতিবার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ। 

আসিফ আহমেদ বলেন, ওনার কোনো উপসর্গ নেই। তবে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এখন তিনি সিএমএইচে ভর্তি আছেন। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী কবে ভর্তি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হতে পারে। আপনি ওনার পিএসের সঙ্গে কথা বলতে পারেন।

এরপর প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আইসোলেশনে আছি। এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আপনি যার কাছে শুনেছেন, তার সঙ্গে কথা বলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫